বরিশাল নদীবন্দরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাংবাদিক ইউনিয়ন বরিশালের নিন্দা

বরিশাল নদী বন্দরে পেশগত দায়িত্ব পালনকালে ক্যামেরা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও দোষিদের শাস্তি দাবি করেছে সাংবাদিক ইউনিয়ন বরিশাল।
রোববার সকাল ১০টার দিকে বরিশাল নদী বন্দরে এমভি সুরভী-৯ লঞ্চে পেশাগত দায়িত্ব পালনের সময় লঞ্চের ম্যানেজার মো. মিজানসহ অন্যান্যদের হামলার শিকার হয় ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা জার্নালিস্ট মিদুল ইসলাম দেওয়ান মোহন ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা জার্নালিস্ট রুহুল আমিন। হামলায় মোহনের হাতে থাকা ক্যামেরার লাইট ভেঙ্গে যায়।
পেশাগত দায়িত্ব পালনরত দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি সাইফুর রহমান মিরণ ও সাধারণ ফিরদাউস সোহাগসহ সংগঠনের নেতৃবৃন্দ। এঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ দৃস্টান্তমূলক শাস্তিও দাবি করেছে সাংবাদিক ইউনিয়ন বরিশাল।