বরিশালে প্রবাসীর বাসায় ডাকাতী মামলায় ৫জন কারাগারে

বরিশাল নগরীর পুরানপাড়া স্কুল সংলগ্ন এলাকায় সৌদি প্রবাসীর বাসায় ডাকাতী মামলায় অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গত শুক্রবার থেকে গতকাল শনিবার পর্যন্ত নগরী, সদর উপজেলা এবং বরগুনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।
গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার মোসলেম বেপারী, নগরীর কাউনিয়া পুরানপাড়ার মিলন জমাদ্দার ও পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকার সোহেল সরদার এবং বরগুনার বেতাগীর দুলাল মাতুব্বর।
এর আগে গত বুধবার রাতে পুরানপাড়ার ওই বাসায় ডাকাতী করে পালানোর সময় সদর উপজেলার বাটনা এলাকার রেজাউল করিম হাওলাদারকে হাতেনাতে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।
মামলার বাদি সৌদি প্রবাসী আতাহার আলী খান জানান, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দরজা ভেঙ্গে ৭/৮ জন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাদের জিম্মি করে। তারা তার স্ত্রী ও মেয়ের শ্লীলতাহানীর ভয় দেখিয়ে সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার, ৩২ হাজার ৩০০ টাকা এবং ৩টি মুঠোফোন সেট নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রেজাউল নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনী দিয়ে থানায় সোপর্দ করে। আহত রেজাউলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ জাসপতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আতাহার আলী নগরীর কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে সদর উপজেলার বাটনা এলাকার রেজাউলকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি মুঠোফোন সেট উদ্ধার করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় অন্যান্যদের। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন।