বরিশাল নিসর্গ পার্কের খাদ্য ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

বরিশাল নিসর্গ পার্কের খাদ্য ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

বরিশালে নিসর্গ পার্কের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার হাজী সড়কে নিসর্গ এন্টারটেইনমেন্ট জোনে শতাধিক পরিবারের সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন নিসর্গ পার্কের পরিচালক কাজী আফরোজা, ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খোকন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার,বাংলা নিউজ২৪ স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, দৈনিক আমাদের অর্থনীতি বরিশাল জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, ফটোগ্রাফার এন আমিন রাসেল। 


 নিসর্গ পার্কের পরিচালক কাজী আফরোজা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক আমরা সাধারণ মানুষকে সচেতন করছি। পাশাপাশি বিভিন্নভাবে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক পরামর্শ ও নিরাপত্তা সরঞ্জাম হিসেবে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি। এসব কর্মকান্ডের পাশাপাশি অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। যেখানে শুক্রবার আমরা শতাধিক পরিবারকে এসব সহায়তা পৌছে দিয়েছি। 

সহায়তার এসব প্যাকেটের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন ও সাবান রয়েছে। যা দিয়ে কয়েকদিন একটি পরিবারের তিনবেলা আহারের ব্যবস্থা হবে বলে আশা করি। এ ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত ।