বাংলাদেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসা বন্ধ

বাংলাদেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসা বন্ধ

চীনের উহান থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে এ ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ ও করোনা আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে কেউ আসতে পারবেন না।