বরিশাল পূজা উদযাপন পরিষদের মৌন শোক অবস্থান কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরিশালে মৌন শোক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবী জানানো হয়। বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের ব্যানারে ওই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিদ দত্ত্ব লিটুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, বিশ্বজিৎ দাস রিপন, চন্দন দাস, অ্যাডভোকেট দুলাল শীল, সাংবাদিক গোবিন্দা সাহাসহ অন্যান্যরা।
কর্মসূচিতে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর দির্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।