মুজিববর্ষ উপলক্ষ্যে ১০ লাখ গাছ লাগাবে পানি সম্পদ মন্ত্রালয়- প্রতিমন্ত্রী জাাহিদ ফারুক শামীম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ১০ লাখ গাছের চারা রোপন করা হবে। গাছের চারা রোপন অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে এই তথ্য জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চরআইচা গ্রামের সড়কের পাশে একটি আম গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
এসময় পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, মহাপরিচালক এ এম আমিনুল হক, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী সড়কের পাশে একটি আম গাছের চারা রোপনের মধ্য দিয়ে মুজিব বর্ষ উপলক্ষ্যে পানি সম্পদ মন্ত্রনালয়ের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ধোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে সারা দেশে ১ কোটি গাছের চারা রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় দেশের ২৫ ভাগ এলাকায় বনায়ন ও সবুজ বেস্টনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ১০ লাখ গাছের চারা রোপন করা হবে। দেশের ২ হাজার ৫০০ কিলোমিটার এলাকায় এই গাছের চারা রোপন করা হবে।
এদিকে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, উজানের দেশে এবার প্রচুর বৃষ্টি হয়েছে। সেই পানি বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে নেমে যাচ্ছে। আগামীতে বন্যার কবল থেকে মানুষের জানমাল রক্ষায় দেশের ৬৪ জেলায় ১ হাজার খাল খনন কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে খাল খনন কর্মসূচির ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। খনন কাজ শেষ হলে খালে পানি ধারণ ক্ষমতা বাড়বে। তখন বন্যায় মানুষের জানমালের আর তেমন ক্ষতি হবে না।
পরে প্রতিমন্ত্রী বরিশাল সদর উপজেলার বেলতলা, লামছরি ও চরকাউয়া এলাকায় কীর্তনখোলা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদী ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা ছাড়াও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।