বরিশাল প্রেসক্লাবে স্বজন স্মরণ ও ইফতার অনুষ্ঠিত

বরিশাল প্রেসক্লাবে স্বজন স্মরণ ও ইফতার অনুষ্ঠিত

বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবত প্রেসক্লাবের স্বজন স্মরণ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।  রোবববার ২৪ এপ্রিল বিকেলে প্রেসক্লাব চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ। অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া, উপ-কমিশনার (গোয়েন্দা) মো. মনজুর রহমান, পিবিআই’র বিশেষ পুলিশ সুপার মিয়া আতিকুর রহমান, র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস।

প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ও সদস্য সাইফুর রহমান মিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্বজন এবং শুভাকাংখী সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শেষ প্রান্তে প্রেসক্লাবের প্রয়াত স্বজনদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের ইমাম মো. মেজবাহ উদ্দীন।