বরিশাল প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি নেগাবান মন্টু,সম্পাদক কাজী মিরাজ

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ইসমাইল হোসেন নেগাবান মন্টু সভাপতি এবং কাজী মিরাজ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুই প্যানেলের মধ্যে ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও কাজী মিরাজ মাহমুদ প্যানেলে সভাপতি সম্পাদকসহ ৭টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে কাজী বাবুল ও কাজী আল মামুন প্যানেলে ২টি সহসভাপতিসহ ১০পদে বিজয়ী হয়েছে।
বৃহষ্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮ পর্যন্ত ভোট ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত ১১টার দিকে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সভাপতি পদে ইসমাইল হোসেন নেগাবান মন্টু ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী নাসির উদ্দিন বাবুল পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে কাজী মিরাজ মাহমুদ ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আল মামুন পেয়েছেন ৩১ ভোট।
এছাড়া সহ সভাপতি পদে এস এম জাকির হোসেন ৪৫ ও পুলক চ্যাটার্জী ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে এম মোফাজ্জেল ৩৯ ভোট । কোষাধ্যক্ষ পদে মোশাররফ হোসেন ৩৯ পেয়ে বিজয়ী হন। পাঠাগার সম্পাদক পদে মো. রুবেল খান ৪২ পেয়ে বিজয়ী হয়েছেন। সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে সুখেন্দু এদবর ৩৮, ক্রীড়া সম্পাদক পদে দেওয়ান মোহন ৩৬, দপ্তর সম্পাদক পদে মো. নাসির উদ্দিন ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদস্য পদে সর্বোচ্চ ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নজরুল ইসলাম চুন্নু। এ ছাড়া মিজানুর রহমান ৪৭, কে এম নয়ন ৪৫, নূরুল আলম ফরিদ ৪৫, সাগর বৈদ্য ৩৫, মানবেন্দ্র বটব্যাল ৩৪, সৈয়দ দুলাল ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।