বরিশালে মাস্ক বিহীন ১৫ ব্যক্তিকে জরিমানা

‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতিমালা কার্যকর করতে বরিশালে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে বাস্কবিহীন ১৫ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে। এসময় আদালত তাদের মাস্ক পরিয়ে দেয়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার এবং আবদুল হাই।
দটি ভ্রাম্যমান আদালত মাস্ক বিহীন ১৫জন ব্যক্তিকে ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। এ সময় মাস্ক বিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণসহ করোনা সংক্রামন এড়াতে সবাইকে সচেতন করা হয়।
নগরীর সদর রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাস্ক বিহীন ৭ জনকে ৫ হাজার ৩০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাই এর নেতৃত্বে নতুন বাজার এলাকায় মাস্ক বিহীন ৮ জনকে ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাস্ক বিহীন জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা এড়াতে সকলকে সচেতন করেন।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার।