বরিশাল বিনোদন কেন্দ্রে প্রবেশে নিষেধজ্ঞা

চলমান করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার লকডাউনের সিন্ধান্ত নিয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে বরিশালের প্রশাসন তৎপর রয়েছে। ইতিমধ্যে বরিশাল বিনোদন কেন্দ্র গুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
রোববার (২৭ জুন) সরজমিনে দেখা যায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানের দুই প্রবেশ পথে বরিশাল মেট্রোপলিটন পুলিশের চেকপোস্ট বসিয়ে সকল দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে দেখা যায়। এছাড়া বঙ্গবন্ধু উদ্যানে দর্শনার্থী প্রবেশ না করতে পেরে রাস্তায় পাশে গনজমায়েত করতে দেখা যায়।
এদিকে নগরীর সদর রোড বিবির পুকুর, ত্রিশগোডাউনে, মানুষের উপচে পরা ভীর দেখা যায়। ওইসব এলাকায় মরণব্যাধি করোনাভাইরাসের ভয়াবহ উপেক্ষা করেই ভীর জমাচ্ছে জনসাধারণ।
করোনা সচেতনতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানায়, সরকারের নির্দেশ অনুযায়ী আসছে লকডাউন বাস্তবায়নে এতিমধ্যে আমরা প্রস্তুতি নিয়েছি। লকডাউন চলাকালিন বিভিন্ন সময়ে অভিযান বা সচেতন মূলক প্রচার প্রচারণা চলমান থাকবে।