বরিশাল বিভাগীয় কমিশনারের সঙ্গে দৈনিক পত্রিকার সম্পাদক পরিষদের সাক্ষাৎ

বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সঙ্গে সাক্ষাৎকার করেন সম্পাদক পরিষদ বরিশালের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ড. অমিতাভ সরকারের সঙ্গে সাক্ষাৎকারের সময় ফুলেল শুভেচ্ছা জানান সম্পাদক পরিষদ বরিশাল’র সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনসহ অনান্য নেতবৃন্দ।
বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, ‘বরিশালের মানুষ মাটির মানুষ
এখানকার মানুষের সঙ্গে মিলে নিজেকে গর্বিত মনে করছি।’
তিনি আরো বলেন, সাংবাদিক একটি সম্মানজনক পেশা, এ পেশার মান বৃদ্ধিতে প্রচেষ্টা অব্যহত রাখবেন বলে দৃঢ়তা প্রকাশ করেন।
ওই সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুর রাজ্জাক, সম্পাদক পরিষদের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সহ-সভাপতি অ্যাড. এস এম রফিকুল ইসলাম, সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ-সভাপতি শারমিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক শেখ শামীম, সহ-সাধারন সম্পাদক কে এম তারেকুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ জাহাঙ্গীর, অর্থ সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান মাসুদ, ক্রীড়া সম্পাদক আবরার হাসনাইন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক নাছির আহম্মেদ রনি, নির্বাহী সদস্য কাজী আল মামুন, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, সদস্য ডাঃ মোঃ নজরুল ইসলাম, সদস্য তাওহিদুল ইসলাম জামাল, উপদেষ্টা ডাঃ এস এম জাকির হোসেন, উপদেষ্টা অর্পণা খান।