বরিশাল বিভাগে টিকার দ্বিতীয় ডোজ বঞ্চিত হচ্ছেন ৬৯ হাজার ৩৮৩জন

বরিশাল বিভাগে ভারতের সেরাম ইন্সটিটিউটের কোভিড টিকার দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত হচ্ছেন ৬৯ হাজার ৩৮৩ জন মানুষ। ইতিমধ্যে যথা সময়ে দ্বিতীয় ডোজের টিকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। যদিও টিকা সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
গত ৭ ফেব্রুয়ারি বরিশাল বিভাগের ৬ জেলা এবং সিটি করপোরেশন এলাকায় কোভিড টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়। সব শেষে ২৮ এপ্রিল পর্যন্ত বিভাগের ৬ জেলা ও সিটি করপোরেশন এলাকায় প্রথম ডোজ নেয় ২ লাখ ৫০ হাজার ৩০৩জন। এরপর থেকে বন্ধ রয়েছে কোভিড টিকার প্রথম ডোজ দেয়া।
গত ৮ এপ্রিল শুরু হয় কোভিডের দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম। এ পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলা ও সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৫১ হাজার ৬০০ জন। প্রথম ডোজ নেয়া ২ লাখ ৫০ হাজার ৩০৩ জনের মধ্যে এখনও দ্বিতীয় ডোজ নেননি ৯৮ হাজার ৭০৩জন। অথচ বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কাছে টিকা মজুদ আছে ২ হাজার ৯৩২ ভায়েল টিকা। মজুদ থাকা ভায়েল দিয়ে দ্বিতীয় ডোজের টিকা দেয়া যাবে ২৯ হাজার ৩২০ জনকে। সে হিসেবে প্রথম ডোজ নেয়ার পরও বরিশালের ৬৯ হাজার ৩৮৩ জন মানুষের যথা সময়ে সেরামের কোভিড টিকার দ্বিতীয় ডোজ না পাওয়ার আশংকা দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন টিকার প্রথম ডোজ নেয়া মানুষ।
যদিও এ নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। সরকার বিশে^র বিভিন্ন সোর্স থেকে কোভিড টিকা সংগ্রহের চেষ্টা করছে এবং যথা শিঘ্র এ বিষয়ে একটি সুষ্ঠু সমাধান হবে বলে আশা করেন স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।