বরিশাল পাউবোর নারী কর্মচারীকে যৌন হেনেস্তার ঘটনায় তদন্ত কমিটি

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক নারী বেয়ারারকে যৌন হেনেস্তার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ভোলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাবুল আখতারকে আহ্বায়ক এবং পাউবো দক্ষিণাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. হাসিবুর রহমানকে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়।
গত ৯ মে ওই কমিটি গঠন করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল ইসলাম সরকার। গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে অভিযোগের সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ববধায়ক প্রকৌশলীর সরকারি বাসভবনের বেয়ারার এক নারী কর্মচারীকে সম্প্রতি যৌন হেনেস্তার অভিযোগ ওঠে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর গাড়ি চালক লক্ষণ চন্দ্র মালী এবং প্রকৌশলীর কথিত নাতী অপুর বিরুদ্ধে। এ ঘটনা বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।