বরিশাল বিভাগে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত ৫০ কিলোমিটারের বেশি
ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে উপকূলীয় জেলা ভোলা, পটুয়াখালী, বরগুনাসহ বরিশাল বিভাগের ৬ জেলায় ৫০ কিলোমিটারের বেশি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশাল আঞ্চলিক প্রধান প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী জাভেদ আহেমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে মোট ১৬০ টি স্থানে ৫০ কিলোমিটারের অধিক বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৫৮ টি স্থানে ৬৫০ মিটার বাঁধ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরইমধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারে কাজ শুরু করা হয়েছে।
এদিকে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর মধ্যে পটুয়াখালী ও বরগুনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুই জেলায় প্রায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ জানান, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বরগুনা জেলার ৯ হাজার ৮০০ বাড়িঘর আংশিত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন পয়েন্টে ১৩ দশমিক ৫৭ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।