বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্মাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু ১লা সেপ্টেম্বর থেকে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯-এ অক্টোবর।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও বিস্তারিত কোনো তথ্য সেখানে দেয়া হয়নি।
তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ নির্ধারণে রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
এ সময় পরিষদের সভাপতি জানান,সকল উপাচার্যের সম্মতিক্রমে আগামিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলিতে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।