বরিশাল বিশ্ববিদ্যালয়ে পলাশ কুঁড়ির অভিষেক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পলাশ কুঁড়ির অভিষেক(নবীনবরণ ও কনসার্ট) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩০ মার্চ বিকাল ৫ টায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে আলোচনা সভা ও কনসার্টের আয়োজন করা হয়।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলিসা মুনতাজের সঞ্চালনায় আলোচনা সভাতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.তানজিম উদ্দীন খান,লেখক ও গবেষক মাহা মির্জা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ মঈনুদ্দিন প্রমুখ।
ড.তানজিম উদ্দীন খান তার আলোচনায় বলেন,রাষ্ট্রের মত করে বিশ্ববিদ্যালয়গুলোও এক একটা ফ্যাসিস্ট প্রতিষ্ঠানে পরিনত হয়েছে,এখানে শিক্ষকেরা ছাত্রদেরকে প্রতিপক্ষ মনে করেন এবং সেই প্রতিপক্ষ দমনে স্বর্বাত্মক প্রচেষ্টাও চালান।এই অবস্থা থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বের করতে না পারলে জাতির ভবিষ্যতে কঠিন সময় অপেক্ষা করছে।
মাহা মির্জা 'জগনের পক্ষের গবেষণা ও জনবিরোধী গবেষণা' শীর্ষক লিখিত বক্তব্য পাঠ করেন।আলোচনা সভা শেষে শুরু হওয়া কনসার্টে গান পরিবেশন করে অবাঙালি জাতিস্বত্তার ব্যান্ড 'মাদল', 'বুনোফুল' এবং কুল ফিউশন।
রাত সাড়ে দশটায় শিক্ষার্থীদেরকে অন্যায়ের সাথে আপোষ না করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।