বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক এর ১৪৭তম জন্মদিন পালন

বরিশালে অভিবক্ত বাংলার মুখ্যমন্ত্রী, কৃষক প্রজাস্বত্ব আইনের প্রণেতা শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৪৭তম জন্মদিন পালিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আয়োজনে শেরে বাংলা হলে এ কে ফজলুল হক এর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ ও ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারি অধ্যাপক মো. ইব্রাহিম মোল্লা, শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. সোহেল রানা ও সেকশন কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে বাদ জোহর বিশ্ববিদ্যালয়েয় মসজিদে শেরে বাংলা এ কে ফজলুল হক এর ১৪৭ তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।