মঠবাড়িয়ায় ভর্তি লটারিতে ১৫০ জন শিক্ষার্থী নির্বাচিত

মঠবাড়িয়ায় ভর্তি লটারিতে ১৫০ জন শিক্ষার্থী নির্বাচিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১৫০ জন বালিকা শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। উপজেলার একমাত্র সরকারি নারী শিক্ষা প্রতিষ্ঠানটি কোমলমতি শিক্ষার্থীদের ভর্তি যুদ্ধের উপর মানসিক চাপ কমিয়ে তাদের মেধার সমন্বয় ঘটাতে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।

রবিবার (১৯ ডিসেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে সকাল সাড়ে দশটায় আবেদনকারী শিক্ষার্থী, অভিভাবক, ভর্তি কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উন্মুক্ত এ ভর্তি লটারির কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলী আহসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার মো. রুহুল আমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, বড়মাছুয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি মো. রুম্মান হাওলাদার প্রমুখ।

স্কুল কর্তৃপক্ষ জানান, গত ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফর্ম সংগ্রহ করে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করে। এতে অনেক আবেদন জমা পড়ে। কিছু সংখ্যক আবেদন অসম্পূর্ণ, ভুল তথ্য থাকায় তা বাতিল হয়। সঠিক আবেদন ফর্মের নাম্বার দিয়ে লটারি করা হয় এতে ১৫০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত হয়।

এ বিষয় সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে ভর্তি লটারির অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছ ও সুষ্ঠুভাবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। নিয়ম মাফিক লটারি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় কোন অভিভাবকের অভিযোগ পাওয়া যায়নি।