বরিশাল বোর্ডে উচ্চ মাধ্যমিকে ৪ জনের ফল পরিবর্তন

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল পুনরায় নিরীক্ষণে ৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। গতকাল রোবার পুননিরীক্ষনের ফল ঘোষণা করা হয়।
বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, এইচএসসির ফল পুনরায় নিরীক্ষনের জন্য এবার বরিশাল বোর্ডে মোট আবেদন করেছিলেন ৬৪১ জন। এর মধ্যে মাত্র ৪ জনের পয়েন্ট কিছুটা বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, কোভিড সংক্রামণের কারনে ২০২০ সালে দেশের অন্যান্য স্থানের মতো বরিশাল বোর্ডেও উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যে কারণে এসএসসিতে প্রাপ্ত পয়েন্টের সঙ্গে সমম্বয় করে সকল পরীক্ষার্থীকে উত্তীর্ণ করে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়।