রাজনীতিবিদ, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন মিলে এক সঙ্গে কাজ করতে হবে: মেয়র সাদিক

রাজনীতিবিদ, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন মিলে এক সঙ্গে কাজ করতে হবে: মেয়র সাদিক

এই দেশ ও রাজনীতিকে এগিয়ে নিতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেতাকমীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশে আলোচিত বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। একই সঙ্গে রাজনীতিবিদ, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন সবাইকে মিলে মিশে এক সঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার ঢাকায় অবস্থানরত মেয়র সাদিক আবদুল্লাহ রাত ১২টা ৪৫ মিনিট থেকে রাত ১টা ৫ মিনিট পর্যন্ত নিজের ফেসবুক পেজে ৩ দফা লাইভ করেন।

গত ২৫ আগস্ট থেকে ঢাকার সংসদ ভবনের চিফ হুইপের সরকারি বাস ভবনে বাবা বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সঙ্গে সময় কাটাচ্ছেন মেয়র সাদিক আবদুল্লাহ।

ফেসবুক লাইভে গত ১৮ আগস্ট রাতে সদর উপজেলা পরিষদ চত্ত্বরের অনাকাঙ্খিত ঘটনার পর কর্মীরা নেতার নির্দেশ মেনে ধৈর্যের পরিচয় দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র সাদিক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যত নেতৃত্ব শক্তিশালী করতে হবে। আর এটা করতে রাজনীতিবিদ, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন সবাইকে মিলে মিশে এক সঙ্গে কাজ করতে হবে। এটা শুধু কথার কথা নয়, আমি সব সময় বলে আসছি, ‘সাসটেইনেবল ডেভলেপমেন্ট গোল অর্জন এবং সেটা বাস্তবায়ন করতে হলে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে। অন্যথায় কোন না কোনভাবে উন্নয়ন বাঁধাগ্রস্ত হবে। 

লাইভে তিনি আরও বলেন, সেদিন (১৮ আগস্ট) যেটা গেছে, সেটা আমরা ভুলে গেছি। আমার নেতাকর্মীরা যেটা লস করছে সেটা তো আর ফেরত পাবো না। শান্তনা দেয়ার মতো কিছু নাই। শান্তনা দেয়ার ভাষা নেই আমার। একজন নেতা বা একটি নেতৃত্ব একদিনে সৃষ্টি হয় না। আওয়ামী লীগের একজন কর্মী হতে ২০-৩০ বছর সময় লাগে। তারপর এই পদে আসে। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অনেক কিছু শেখার আছে। কোন কিছুই শেষ হয়ে যায়নি। 

লাইভে তিনি আরও বলেন, ১৮ আগস্টের ঘটনা নিয়ে কথা বলায় বারন সত্ত্বেও কথা না বলে পারলাম না। আমি ছোট বেলা থেকে জনগণের মাঝে বড় হয়েছি। বৃষ্টি হলেই মনে পড়ে বরিশালে পানি উঠছে কিনা, বৃষ্টি হলেই মনে হয় মানুষ দুর্ভোগে আছে কিনা, ড্রেন ঠিকমত পরিষ্কার হচ্ছে কিনা।

মেয়র বলেন, আমার কেন্দ্রীয় রাজনীতি করার ইচ্ছে নাই। আমার বাবা, দাদা সবাই আপনাদের জন্য বরিশালসহ দক্ষিণাঞ্চলের রাজনীতি করেছে, আমিও আপনাদের সেবা করতে চাই।

ফেসবুক লাইভে নেতাকর্মীদের প্রতি মেয়রের নির্দেশনা কি জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া বলেন, সবার ধারণা ছিলো ১৮ আগস্টের ঘটনার পর বরিশালে অনেক বিশৃঙ্খলা হবে। কিন্তু নেতার নির্দেশ মেনে কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে। কোথাও কোন অঘটন বা বিশৃঙ্খলা হয়নি। এতে কৃতজ্ঞ মেয়র সব সময় নেতাকর্মীদের পাশে থাকার কথা বলেছেন। এছাড়া সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে মেয়র স্থানীয় জনগণের পাশাপাশি প্রশাসন ও পুলিশসহ সরকারি সকল দপ্তরের সহযোগিতা কামনা করেছেন। 

মন্ত্রণালয়ের বৈঠকে মেয়র সাদিক আবদুল্লাহ

দীর্ঘদিন পর স্বশরীরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সভায় অংশগ্রহণ করেন মেয়র সাদিক আবদুল্লাহ। গত রোববার সকালে ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বৈঠকে অংশগ্রহণ করার কথা ওই ফেসবুক লাইভে উল্লেখ করেন তিনি। ওই সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদও অংশ নেন বলে মেয়র লাইভে জানান। 

ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত :

ঢাকায় অবস্থানরত মেয়র সাদিক আবদুল্লাহ গতকাল সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির সঙ্গে দেখা করেন। ওবায়দুল কাদেরের সাথে তোলা একটি সেলফি নিজের ফেসবুক পেজে আপলোড করেন তিনি। 

চোখে গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ কর্মীর কাগজ ভারতে প্রেরণ :

গত ১৮ আগস্টের ঘটনায় চোখে গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মী মনিরুজ্জামান মনির, তানভীর হাসান এবং  মো. রায়হানের চোখ পরীক্ষা-নিরীক্ষার সব কাগজপত্র গতকাল সোমবার ভারতে চক্ষু বিশেষজ্ঞদের দেখানোর জন্য পাঠানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী বিশ্বের যে দেশে এই চিকিৎসার ব্যবস্থা আছে মেয়র সাদিক আবদুল্লাহ সেই দেশে ৩ কর্মীর চোখের চিকিৎসা করাতে চান বলে জানান মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া। ভারতে অবস্থানরত মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল ওই ৩ কর্মীর চোখ পরীক্ষার কাগজপত্র ভারতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখাবেন বলে নিশ্চিত করেছেন জিয়া।