বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি গোলাম ছালেক আর নেই

বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি গোলাম ছালেক আর নেই


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল মহানগরের সাবেক সভাপতি সমাজ সেবক মাহমুদ গোলাম ছালেক আর নেই।

তিনি  বৃহষ্পতিবার রাত ৮টা ১০ মিনিটের সময় ঢাকায় ইউনাটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি... রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বরিশালে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।শুক্রবার জুমাবাদ বনানী গোরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন।

মাহমুদ গোলাম ছালেক একজন পরিশিলিত রাজনীতিক ছিলেন। তিনি রাজনীতির বাইরে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

বর্ষিয়ান বিএনপি নেতা মাহমুদ গোলাম ছালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচি ও মহানগর বিএনপির বর্তমান সভাপতি মজিবর রহমান সরোয়ার, সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামাল, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিই, দক্ষিন জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন ও উত্তর জেরা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারই সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ অন্যান্যরা।