পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উদযাপন করতে বরিশাল জেলা প্রশাসনের প্রস্ততিসভা

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ২০ জুন বিকাল ৩ টায় জেলা প্রশাসক বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
পদ্মা সেতু দক্ষিণাঞ্চলে বিপ্লব ঘটাতে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি পায়রা সমুদ্র বন্দর সহ শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখবে এ পদ্মা সেতু। শুধু মাত্র স্বপ্ন নয়। এবার বাস্তবেই গোটা দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল একেএম এহসান উল্লাহ্, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ ওয়াহেদুর রহমান, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা আসন্ন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান কে কেন্দ্র করে বরিশালে ২৫ জুন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
২৫ জুন সকাল ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বণ্যাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হবে। পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল ডিসপ্লেতে উপভোগ করা হবে। সেখানে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে আলোচনা সভায় আয়োজন করা হবে। পরে বিকাল ৫ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।