বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) দুই দশক পূর্তি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সদর রোডের বিবির পুকুর পাড়ের রিপোর্টার্স ইউনিটি কার্যালয় ভবনে এই ম্যুরাল উম্মোচন করেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনও উদ্বোধন করেন মেয়র।
পরে রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
সংগঠনের সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, পুতুল ঘোষ, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স. ম ইমানুল হাকিম, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ এবং ব্যবসায়ী মাহফুজ খান।