লিবিয়া থেকে ইউরোপে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। গত ১০ মে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৩৭ বাংলাদেশি মৃত্যুর ঘটনায় আটককৃত রফিকুল জড়িত বলে জানিয়েছে র্যাব।
শনিবার (২৫ মে) সকালে বরিশালে সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর উপ-অধিনায়ক খান সজিবুল ইসলাম জানান, মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা মো. রফিকুল ইসলাম গাজীপুরে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় রাজাবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। দীর্ঘ ১০ বছর সিঙ্গাপুরে থাকার পর সম্প্রতি দেশে ফিরে তিনি মানবপাচারকারী চক্রের একজন দালাল হয়ে কাজ করতেন।
তিউনিসিয়া উপকূলে মৃত শরীয়তপুরের মোহাম্মদ রাজিবের কাছ থেকে গত ১২ ফেব্রুয়ারি অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়েছিলেন রফিকুল। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় জড়িত অভিযোগে রফিকুলসহ এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে র্যাব।