বরিশাল শিল্পোকলা চত্তরে ৫ দিনব্যাপী পিঠা উৎসব

বাঙালির ঐতিহ্য পিঠা পার্বণের আনন্দধারায় বরিশালে পাঁচ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন হয়েছে। উৎসবে এবার মোট ২০ টি স্টলে পিঠা প্রদর্শনী মধ্যে রয়েছে নকশি পিঠা, পাকান, রসালো রোল, সবজি পুলি, পাটিসাপটা, মালপোয়া, রসবড়া, নারিকেল পুলুসহ বিভিন্ন পিঠা।
শুক্রবার (৪ মার্চ) বিকাল ৪ টায় বরিশাল জেলা শিল্প একাডেমিতে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন। এসময় প্রতিমন্ত্রী পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন ও কুশল বিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, বরিশাল জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মো. শহীদুল ইসলাম, অধ্যাপক শাহ সাজেদা, সংস্কৃতিজন কাজল ঘোষ, নাটব্যক্তিত্ব সৈয়দ দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ বরিশাল এর আহবায়ক শুভঙ্কর চক্রবর্তী ও সদস্য সচিব বাসুদেব মিত্র।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের এ উৎসবে শিল্পোকলা একাডেমি চত্তরে আগমী ৮ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯টা অব্দি খোলা থাকবে উৎসব প্রঙ্গন । এছাড়া প্রতিদিন বিকাল ৫ টা থেকে শিল্পোকলা একাডেমির মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত , নৃত্য ও নাটক মঞ্চায়িত হবে।
উৎসবে ২০ টি স্টলে বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানের নানা রকমের পিঠা পাওয়া যাচ্ছে। মেলায় ব্যক্তি, সংগঠন এবং প্রতিষ্ঠান পর্যায়ের স্টল রয়েছে।