কলাপাড়ায় বিআরটিসি বাসের চাপায় প্রান গেল শিশুর

পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সকাল ৭ টার দিকে ঢাকা- কুয়াকাটা মহা সড়কে বি আর টি সি বাসের ধাক্কায় মাহিন্দ্রা উল্টে গিয়ে এসো (৮) নামের এক কন্যা শিশু নিহত হয়েছে। উপজেলার ইউসুফপুর মহিলা মাদ্রাসা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটেছে।
স্হানীয়দের কাছ থেকে জানা যায়, বি আর টি সি বাস ঢাকা মেট্রো - ব ১১-১২৪৪ কুয়াকাটা থেকে পাবনা যাবার পথে উপজেলার ইউসুফপুর মহিলা মাদ্রাসা নামক স্থানে মাহিন্দ্রকে ধাক্কা দিলে উল্টে পরে যায়। এসো (৮) নামের কন্যা শিশুটি বাসের চাকার তলে পরে। স্থানিয়রা দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তাব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। উপজেলার লতাচাপলি ইউনিয়নের কলাচাদপাড়া গ্রামের উবাচু এর কন্যা।
কলাপাড়া থানার এস আই মোজাম্মেল হক জানান,দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থালে গিয়ে বিআরটিসি বাস আটক করেছি তবে ড্রাইবার এবং হেল্পার পালিয়ে গিয়েছে। বাসটি কলাপাড়া থানায় নিয়ে এসেছি।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান,এবিষয়ে কোন মামলা হয়নি তবে অভিযোগ দিলে আমি ব্যাস্তা গ্রহন করবো।