বরিশাল শেবাচিমে অন্তঃবিভাগ চিকিৎসকদের কমিটি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অন্তঃবিভাগে দায়িত্বপালনকারী চিকিৎসকদের সংগঠন অন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। অর্থপেডিক সার্জন ডা. সুদীপ কুমার হালদারকে সভাপতি এবং ডা. আশিক দত্তকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যর ওই কমিটি গঠন করা হয়।
১৫ মার্চ রোববার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাক্তার অসিত ভূষন দাস এবং মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো. বাকির হোসেনের হাতে ফুল দিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করে সদস্যরা।
দক্ষিণ বাংলার একমাত্র টারশিয়ারি হাসপাতালের ওই কমিটির অনুমোদন দেওয়ার শুপারিশ করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র যুবরতœ সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। কমিটির উপদেষ্টা করা হয়েছে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসিত ভূষন দাস, অধ্যাপক ডা জহুরুল হক মানিক, সহযোগী অধ্যাপক ডাক্তার খুরশীদ জাহান ও সহকারি অধ্যাপক ডাক্তার মাহাবুব মোর্শেদ রানাকে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অন্তঃবিভাগে দায়িত্বপালনকারী আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদে ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী অন্যান্যরা হচ্ছেনÑ সহ-সভাপতি ডাক্তার মো. শাহ আলম, ডাক্তার শাহাদাত হোসেন জুয়েল। কোষাধক্ষ্য ডাক্তার শিরিন সাবিহা তন্বী। যুগ্ম সম্পাদক ডাক্তার মাসুদ খান, ডাক্তার আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাক্তার হাফিজ আহমেদ ফইয়াজ, দপ্তর সম্পাদক ডাক্তার দীপন কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাক্তর চিরঞ্জীব সিনহা পলাশ, শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক ডাক্তার মানবেন্দ্র, সমাজসেবা সম্পাদক ডাক্তার মনিরুজ্জামান মনির, সংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক ডাক্তার লুৎফুর নাহার লনি। এছাড়াও কার্যনির্বাহী সদস্য রয়েছে ৫জন ডাক্তার অপূর্ব কুমার চৌধুরী, ডাক্তার স্নিগ্ধা চক্রবর্তী, ডাক্তার মো. আরিফ হোসেন, ডাক্তার ফয়সাল হোসেন, ডাক্তার মাজহারুল রেজওয়ান রেজা।
সংগঠনের সভাপতি ডাক্তার সুদীপ কুমার জানান, এই কমিটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের স্বার্থ সংরক্ষণসহ রোগীদের কল্যাণে কাজ করবে এই কমিটি।
ডাক্তার শিরিন সাবিহা তন্বী বলেন, হাসপাতালের আন্তঃবিভাগে নানামূখী সমস্যায় পড়তে হয়। সেসব সবস্যা সমাধানে তাৎক্ষণিক ভূমিকা রাখতে হলে একটা কমিটি থাকা একান্ত জরুরী। সেই কমিটি গঠন করে মেয়র সেরনিয়বাত সাদিক আবদুল্লাহর অনুমোদন নেওয়া হয়েছে। আগামীতে আন্তঃবিভাগে সুন্দর পরিবেশ রাখতে কাজ করবে এই কমিটি।