অস্ত্র মামলায় বরগুনায় একজনের যাবজ্জীবন

অস্ত্র মামলায় বরগুনায় একজনের যাবজ্জীবন

বরগুনায় অস্ত্র আইনের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জাজ আদালতে রবিবার অস্ত্র আইনের ২টি ধারার একটিতে যাবজ্জীবন, অন্যটিতে ৭ বছরের সাজা দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ  মো. ইসমাইল হোসেন এ রায় দেন। আসামি মো সজীব খান রায়ের সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

মামলার সংক্ষিপ্ত বর্ণনায় জানা যায়, ২০১৪ সালের ৩ জানুয়ারি বরগুনার বেতাগী উপজেলার কাজীর হাট বাজারে একটি হোটেলে পুলিশ সজীব খান নামের এক যুবকের কাছ থেকে ৩ রাউন্ড গুলি উদ্বার করে। পুলিশ সজীবের স্বীকারোক্তিমতে তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল উদ্বার করে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি আক্তারুজ্জামান বাহাদুর। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন।