বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ কোয়ারেন্টাইনে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অসীত ভূষন দাস কোয়ারেন্টাইনে গেছে। বর্তমানে অধ্যক্ষ হিসেবে নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম সরোয়ারকে সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষন দাস। গত শনিবার থেকে কলেজের অধ্যক্ষর দায়িত্ব পালন করছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ডা. এস এম সরোয়ার।
কলেজের প্রশাসনিক শাখা থেকে জানাগেছে, গত ২ তারিখ থেকে কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ দাস ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে গেছেন । এ কারণে ডা. এস এম সরোয়ারকে সাময়িক দায়িত্ব দেয়া হয়েছে।