বরিশাল নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানের জরিমান

বরিশাল নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানের জরিমান

বরিশাল নগরীর বিভিন্নস্থানে ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, বিক্রির জন্য নয় (স্যাম্পল) এমন ওষুধ বিক্রির দায়ে এবং সামাজিক দুলত্ব নিশ্চিত না করার অভিযোগ ৬ প্রতিষ্ঠানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে মেদোত্তীর্ণ ওষুধ। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের তালিকা বিহীন এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করারও অভিযোগ পায় ভ্রাম্যমান আদালত।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানর ভ্রাম্যমান আদালত নগরীর কাটপট্রি থানা সড়কের মেডিসিন মার্কেটে অভিযানকালে বেশ কয়েকটি মিডিসিন প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীণ্য ওষুধ জব্দ করেন। একই সঙ্গে বিক্রির জন্য নং (স্যাম্পল) ওষুধ বিক্রি করার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালকদের আর্থিকভাবে ত- দেন।

এর আগে নগরীর তালতলী এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করে নেয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে সেসব প্রতিষ্ঠানকে জারিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযানকালে তিনটি মেডিসিন ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করে।