বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ১২৫ শয্যার করোনা ইউনিট

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বর্ধিত ভবনে ১২৫ শয্যার করোনা ইউনিট চালুর জন্য প্রস্তুত করা হয়েছে। তবে নতুন এই ইউনিটে চিকিৎসক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেনীর জনবল সংকট রয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী কিছুদিন আগেই শের-ই বাংলা মেডিকেলের মূল ভবনে ৫ শয্যার করোনা ইউনিট স্থাপন করে কর্তৃপক্ষ। নতুন করে করোনা ইউনিট আইসোলেটেড (পৃথক) করার নির্দেশনা আসায় পুরনো ভবন থেকে করোনা ইউনিট গত সোমবার নতুন বর্ধিত ভবনে স্থানান্তর করা হয়। ইতিমধ্যেই নতুন ওই ইউনিটে স্থাপন করা হয়েছে ভেল্টিলেশন মেশিনসহ যাবতীয় চিকিৎসা সরঞ্জাম। পরিস্থিতি মোকাবেলায় জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হচ্ছে চিকিৎসক। প্রস্তুুত রাখা হয়েছে ৩০ জনের একটি নার্স টিম।
এ সময় হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, নতুন ভবনে আড়াই শ’ শয্যা করার মতো স্থান রয়েছে। তবে আপাতত ১২৫টি শয্যা স্থাপন করা হচ্ছে। করোনা ইউনিটের জন্য স্থান এবং চিকিৎসা সামগ্রী থাকলেও চিকিৎসক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেনীর তীব্র জনবল সংকট রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পুরনো ৫শ’ শয্যার জনবল কাঠামো অনুযায়ী এই হাসপাতালে ২২৪টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯৭ জন। তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ৪২৬ জন কর্মচারীর বিপরীতে আছেন ৩০২জন।