বরিশাল সদর উপজেলা ভিক্ষুক মুক্তকরণে সভা

বরিশাল সদর উপজেলা ভিক্ষুক মুক্তকরণে সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভিক্ষুকদের পুনর্বাসনে চেক বিতরন করা হয়েছে। রোববার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই সভা ও চেক বিতরন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মুক্তিযোদ্ধা কাওছার হোসেন।
সভায় সদর উপজেলা ভিক্ষুক মুক্ত করতে নানামুখি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ১২জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এই টাকা দিয়ে তারা গাভী পালন, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও ভ্যান কিনে পরিচালনা করবেন বলে জানিয়েছেন সমাজসেবা বিভাগের কর্মকর্তারা।