বরিশাল সদর উপজেলায় খাদ্য সহায়তা না পেয়ে কর্মহীনদের বিক্ষোভ

বরিশালে করোনার প্রভাবে উপার্জনহীন মানুষ সরকারি ত্রাণ না পেয়ে রাস্তায় জড়ো হয়েছেন। এ সময় অসহায়ত্বের কথা উল্লেখ করে দ্রুত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন তারা। বরাদ্দ কম থাকায় এই মুহূর্তে সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।
অপরদিকে পর্যায়ক্রমে বঞ্চিত সবাইকে সরকারি খাদ্য সহায়তা দেয়া হবে এবং ত্রাণ নিয়ে কেউ কোন অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
গত প্রায় ১ মাসেও খাদ্য সহায়তা (ত্রাণ) না পেয়ে আজ সোমবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সোলনা বাজার সংলগ্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভের প্রস্তুতি নেয় কয়েকশ’ মানুষ। খবর পেয়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী ওই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ সময় রাস্তায় দাঁড়িয়ে নিজেদের কর্মহীনতা এবং আয়-রোজগার বন্ধ থাকার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন সাহায্য বঞ্চিতরা। ওই এলাকায় কিছু ত্রাণ দেয়া হলেও বন্টনকারীরা সেগুলো তাদের নিজস্ব লোকজনকে দিয়েছে বলে অভিযোগ তাদের। একইসাথে যারা খাদ্য সহায়তা পাননি তারা দ্রুত খাদ্য সহাতায় দেয়ার দাবি জানান।