বরিশাল সরকারী পলিটেকনিক কলেজের ছাত্রদলের কমিটি বাতিলের দাবি

বরিশাল সরকারী পলিটেকনিক কলেজের ছাত্রদলের কমিটি বাতিলের দাবি

বরিশাল সরকারী পলিটেকনিক কলেজের ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রদলের একটি পক্ষ। আহ্বয়ক কমিটিতে ছাত্রত্ব না থাকা একজনকে আহবায়ক ও ছাত্রলীগের সক্রিয় কর্মীকে সদস্য সচিব করা হয়েছে এমন দাবিতে সংবাদ সম্মেলন করে তারা। বিতর্কিত কমিটি সংশোধন করে সৎ, যোগ্য, মেধাবী ও ত্যাগী ছাত্রদলকর্মীদের নিয়ে পুণরায় কমিটি কারার দাবিও জানায় তারা।

রোববার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করে সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক যুবায়ের হোসেন জুয়েলসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাবাব হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. শামীম ও যুগ্ম আহ্বায়ক তন্ময় ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১নং যুগ্ম আহবায়ক যুবায়ের ইসলাম জুয়েল বলেন, বহু প্রতীক্ষর পর গত ৭ই জানুয়ারি বরিশাল পলিটেকনিক কলেজের ছাত্রদলের আহবায়ক  কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। ওই কমিটির তালিকায় আদর্শিক, যোগ্য মেধাবী ও ত্যাগী ছাত্রনেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। কমিটির আহবায়ক ফয়সালুর রহমান ইমন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মিলনকে বিগত দিনের কোন আন্দোলন-সংগ্রামে মাঠে দেখা যায়নি। কলেজের ছাত্রদলের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। এমনকি কলেজে তাদের ছাত্রত্ব নেই। সদস্য সচিব জেলা ছাত্রলীগের এক প্রভাবশালী ছাত্রনেতার (সহ-সভাপতি) সক্রিয় কর্মী। তাই হাস্যকর বিতর্কিত পকেট কমিটি গঠন করায় আমরা সাধারণ নেতা-কর্মীরা এই বিতর্কিত কমিটির প্রতি কোন আস্থা ও বিশ^াষ রাখতে পারছে না। অবিলম্বে বরিশাল সরকারী পলিটেকনিক কলেজ ছাত্রদলের ঘোষিত কমিটি প্রত্যাহার করে পূণবিবেচনা করার আহবান জানান।