বরিশালে অতিরিক্ত ডিআইজি মোকতার হোসেনকে সবংর্ধনা

অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদন্নতী পাওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো: মোকতার হোসেন-পিপিএমকে রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (১২ জুন) রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজি এস এম আক্তারুজ্জামান তাকে এ সংবর্ধনা জানান। এ সময় ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একে এম এহ্সানউল্লাহকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও বমেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগ, পুলিশের বিভিন্ন ইউনিট থেকে সহকর্মী ও শুভাকাঙ্খীগণ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।