বরিশালে অন্যরকম হলুদ

বরিশালে অন্যরকম বিয়ের হলুদ অনুষ্ঠান উৎযাপন। বরিশাল নগরীরর স্ব রোডস্থ নিবাসী অমিতাভ গোস্বামীর বন্ধুরা মিলে ওই ব্যতিক্রম হলুদ অনুষ্ঠান আয়োজন করে।
গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বরিশালের প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের গেটের সামনে হলুদ অনুষ্ঠানটি অমিতাভের অজানতেই আয়োজন করে বন্ধুরা।
শিশু পার্কের সামনের গেটে রাতে সব কিছু প্রস্তুতকরে অমিতাভকে নিয়ে আসে। পরে হলুদের মালা পরিয়ে বরন করে বন্ধুরা।
আয়োজনে ছিলো কেক কাটা, বন্ধুদের নাচ গান, ঘট বাজি। সবশেষে আতসবাজিতে আলোকিত করে পুরো এলাকা। হঠাৎ এমন আয়োজন দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।
অমিতাভ বলেন, একটি একটি অপ্রত্যাশিত আয়োজন ছিলো। বিয়ের আগের দিন বন্ধুর
আমাকে বিশেষ উপহার দিয়েছে।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) অমিতাভ গোস্বামীর বিয়ে হয় সম্পন্ন হয়।