যারা ডমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে

রাসেল ডমিঙ্গোকে নিয়ে যতোই সমালোচনা হোক, তার অধীনে দু’বার ইতিহাস গড়ে দেখিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়। যা কিউইদের মাটিতে তিন ফরম্যাটেও টাইগারদের প্রথম জয়ও। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজ জয়।
জয়ের আশা নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ডারবান টেস্টের প্রথম চারদিন ভালো খেললেও পঞ্চম ও শেষদিনে ব্যাটারদের ব্যর্থতায় লজ্জাজনকভাবে হারে সফরকারীরা।
অবশ্য বাংলাদেশের এমন হারের পরও দলের প্রধান কোচ ডমিঙ্গো পাশে পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে। তিনি মনে করেন, দ. আফ্রিকান কোচকে অযথা বলির পাঁঠা বানানোর চেষ্টা করা হয়।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে পাপন বলেন, ‘আমার মনে হয়, যেকোনো খারাপ পারফরম্যান্সের পর অযথা আমরা ডমিঙ্গোকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করি। সব ক্রিকেটার কি ডমিঙ্গোর কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যিই শোনে তারা (কোচরা) কী বলতে চায়?’
বিসিবি প্রেসিডেন্ট আরও বলেন, ‘যেসব ক্রিকেটার ডমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে পারি, যদি ১৫ জন ক্রিকেটারের সঙ্গে কথা বলি, অন্তত ১১ জন বলবে ডমিঙ্গো দুর্দান্ত কোচ। ২/৩ জয় হয়তো আছে যারা অন্য কথা বলবে। তারা কোচের কথা শোনে না। যারা কোচের কথা শোনে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভ কী? যারা কোচের সঙ্গে কাজ করছে, তাদের কথা শুনতে হবে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে সব কিছু সমাধান করব।’