বরিশালে অসহায়-দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

বরিশাল নগরীর ৩টি ওয়ার্ডে করোনা দুর্যোগে কর্মহীন-অসহায় দুঃস্থ ৩ হাজার মানুষের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির পক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর ২০, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৩ ওয়ার্ডের প্রতিটিতে ১ হাজার মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু ও ১ লিটার সয়াবিন তেল দেয়া হয়।
প্রতিমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণকালে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং সংশ্লিষ্ট ৩ ওয়ার্ডের কাউন্সিলরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।