বরিশালে অসহায় নারীকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

বরিশালে অসহায় নারীকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক


বরিরশালে অসহায় নারী নিলুফার বেগমকে ত্রাণ এবং নগদ ১০ হাজার টাকা দিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে ঝুপরী ঘরে মানবেতর জীবনযাপন করছেন প্রতিবন্ধী বৃদ্ধা নিলুফা বেগম এমন সংবাদ জেনে জেলা প্রশাসন দ্রুত তার জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করে।

বৃহষ্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান নিলুফা বেগমের বাড়িতে গিয়ে ত্রাণ ও আর্থিক সহযোগিতা পৌঁছে দেন।

জানা যায়, বাঁশের কয়েকটি খুঁটির উপর দাঁড় করানো ছোট্ট একটি ঝুপরি ঘর। পুরনো ঢেউটিন আর পলিথিন দিয়ে মোড়ানো নড়বড়ে এ ঘরটিতে মানবেতর দিন কাটাতেন মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা নিলুফা বেগম। প্রাায় ৬০ বছর বয়সী এ বৃদ্ধা স্বামী-সন্তানসহ সব হারিয়ে অনেকটা নিঃস্ব অবস্থায় জীবনযাপন করছেন। বিষয়টি জেনে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ত্রাণ ও আর্থিক সহযেগিতা প্রদান করেন। নিলুফার বাড়ি গিয়ে তাকে বিভিন্ন ফলমূল, ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, আলু এবং নগদ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নগদ অর্থ ও খাদ্যসামগ্রি দেওয়ার সময় উপস্থিত ছিলেন, চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আবদুল আজিজ, জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্যামল সেন গুপ্ত, ইউপি সদস্য মামুন।