ভারতে এবারও বাড়ল মৃত্যু ও শনাক্ত

ভারতে এবারও বাড়ল মৃত্যু ও শনাক্ত

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে হাহাকার করছে ভারত। দিন গড়িয়ে ফের বেড়েছে শনাক্ত ও মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ হাজার ৫৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং একই সময়ে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২১৯ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৫২৮ জনের। মৃত্যহারে দেশটি এখন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই রয়েছে।

এ নিয়ে গত দুই দিন ধরে দেশটিতে আক্রান্তের হার ১ লাখের নীচে থাকলেও দৈনিক মৃত্যুহার থাকছে ২ হাজারের ওপরে।

দেশটিতে মে মাসের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। এরপর সংক্রমণ রোধে লকডাউন আরোপ, ভ্যাকসিন দেওয়ার আওতা বাড়ানোর ফলে কমছে এ মহামারির প্রকোপ।