বরিশালে আওয়ামী লীগের আনন্দ মিছিল

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের হয়।
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বাধীন মিছিলটি সদর রোড, লাইন রোড, চকবাজার, ফলপট্টি, ফজলুল হক এভিনিউ হয়ে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে মিছিল থেকে ‘শেখ হাসিনা’ ‘শেখ হাসিনা’ বলে শ্লোগান দেয়া হয়।