বরিশালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন উপলক্ষে র্যালী

“বৃক্ষ দিয়ে গড়বো দেশ, শেখা হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপন ও র্যালী করার মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে ।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নগরের অশ্বিনী কুমার হল প্রাঙ্গন থেকে মহিলা ও পুরুষ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সমন্বেয়ে এক বণ্যাঢ্য র্যালি র্যালির আয়োজন করে।
এসময় র্যালি ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল বিভাগীয় রেঞ্জ অফিসার আসরাফুল আলম।
আরো ছিলেন বরিশাল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইফতেখার আলী, হিসাব রক্ষক রফিকুল ইসলাম সহ জেলার দশ উপজেলার বিভিন্ন প্রর্যায়ের কমান্ডার গন।
র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু উদ্যানস্থ আনসার জেলা কমান্ডার কার্যলয়ে সামনে গিয়ে শেষ করে এবং সেখানে কয়েকটি বিভিন্ন জাতের চারারোপন করা হয়।