বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সহযোগিতায় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল সাড়ে ৩টায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আরোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. আবদুর রাজ্জাক।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাড. তালুকদার মো. ইউনুস, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস।
‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্যে ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’- এই শ্লোগানকে সামনে রেখে তথ্য দিবস উদযাপন উপলক্ষে ওই আলোচনা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, ‘আবাধ তথ্য প্রবাহ তথ্য পাবার পথকে সুগম করে দিয়েছে। তথ্য অধিকার আইন অনুযায়ী সকল প্রতিষ্ঠান জনগণকে তথ্য দিতে বাধ্য। কিন্তু আমরা কেন তথ্য চাচ্ছি, নাগরিক হিসেবে কোন তথ্য কতটুকু পেতে পারি- সেটিও আমাদের জনতে হবে। আমি মনে করি, আমাদের দেশের ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোকে এই আইনের আওতায় আনা উচিৎ।’
সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেস শাহ সাজেদা সনাক কর্তৃক সম্প্রতি পরিচালিত বরিশাল জেলার অধীনে বিদ্যমান সরকারি প্রতিষ্ঠানসমূহের ওয়েবপোর্টালগুলোর হালনাগাদের চিত্র পর্যবেক্ষণের সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন। তিনি ওয়েব পোর্টালগুলোর হালনাগাদ তথ্য নিশ্চিত করার কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি চিঠি ইস্যু করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওয়েব পোর্টাল শতভাগ হালনাগাদের সময়-সীমা নির্ধারণ করে দেয়াসহ ৭ (সাত) দফা সুপরিশ তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া, সংস্কৃতিজন এসএম ইকবাল, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীরপ্রতীক), বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে তথ্য অধিকার আইন নিয়ে একটি তথ্যচিত্রও উপস্থাপন করা হয়।