বরিশালে ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দাবিতে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ।
সোমবার সকাল ১১টায় জেলা ছাত্রদল ও সোয়া ১১টায় মহানগর ছাত্রদল নগরীর দলীয় কার্যালয়ে পৃথক সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলার সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র সহসভাপতি তারেক আল-ইমরান ও যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান এবং মহানগরীর সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র সহসভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক হুমাউন কবির ও সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তসলিম বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে জেলা ও মহানগর পৃথক বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের মূল ফটকে তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।