বরিশালে আবাসিক ছাত্রদের উৎপাত : অতিস্ট নারী বাসিন্দাদের অভিযোগ

বরিশালে আবাসিক এলাকায় একটি বেসরকারী কলেজের আবাসিক ছাত্রদের উৎপাতে অতিস্ট নারী বাসিন্দারা। আবাসিক শিক্ষার্থীদের অশালীন অঙ্গভঙ্গি এবং কুরুচিপূর্ণ মন্তব্যে মান সম্মান নিয়ে বসবাস করা দায় হয়ে পড়েছে নগরীর সিএন্ডবি রোড সেচ কমপ্লক্সের বিপরীতে ছায়া বিথি লেনের বাসিন্দাদের। এ অবস্থায় আবাসিক শিক্ষার্থীদের উৎপাত থেকে বাঁচতে বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ড চেয়ারম্যান, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও র্যাব-৮সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ভুক্তভোগী বাসিন্দারা।
রোববার (১৪ মার্চ) এলাকাবাসীর পক্ষে ওই এলাকার সামির কুঞ্জের সত্ত্বাধীকারী জাকির হোসেন সুলতান এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ৩-৪ বছর আগে ছায়া বিথি লেনের আরিফুর রহমানের ৫ তলা ভবনে বরিশাল মেট্রোপলিটন কলেজের কার্যক্রম স্থানান্তর করা হয়। ওই ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় থাকেন আবাসিক ছাত্ররা। ওই ভবনের আবাসিক ছাত্ররা বেলকুনী (বারান্দা) ও ছাদে গিয়ে আশপাশের বিভিন্ন ভবনের নারী ও উঠতি বয়সের মেয়েদের লক্ষ্য করে অশালীন মন্তব্য এবং অঙ্গভঙ্গি করে। এ নিয়ে ভবন মালিক এবং কলেজ কর্তৃপক্ষকে সতর্ক করেন ভূক্তভোগী বাসিন্দারা। সব শেষ গত শনিবার বিকেলে ওই ছাত্রাবাসের পঞ্চম তলার বেলকুনীতে দাঁড়িয়ে উচ্ছৃংখল কিছু ছাত্র অর্ন্তবাস প্রদর্শন করে আশপাশের বিভিন্ন ভবনের বেলকুনীতে থাকা নারী ও উঠতি বয়সের মেয়েদের। এছাড়াও তারা মেয়েদের উদ্দেশ্যে নানা অমালীন অঙ্গভঙ্গি করে। এতে ওই সব ভবনের মেয়ে ও নারীরা বিব্রত এবং লজ্জিত হয়। ওইদিন আসরের নামাজের পর স্থানীয় মসুল্লীদের দৃষ্টিগোচর হয় এই বিষয়টি। এরপর তারা ভবন মালিক এবং কলেজ কর্তৃপক্ষকে ডেকে ছাত্রাবাসের বেলকুনীতে ঝুলিয়ে রাখা অন্তর্বাস দেখান। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। এ বিষয়ে তদন্ত করে বিচার দাবী করা আবেদনে।
বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা বলেন, কোন আবাসিক এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ছাত্রাবাস হওয়া উচিত নয়। স্থানীয় বাসিন্দাদের উত্যক্ত করলে উল্লেখিত কলেজটিকে সেখান থেকে স্থানান্তর করা জরুরী। উচ্ছৃংখল শিক্ষার্থীদের বিরুদ্ধেও স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে পারে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস বলেন, মেট্রোপলিটন কলেজের আবাসিক শিক্ষার্থীদের বিরুদ্ধে আশপাশের নারীদের উত্যক্ত করার লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগটি জরুরী ভিত্তিতে তদন্তের জন্য কলেজ পরিদর্শকে নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, আবাসিক শিক্ষার্থীদের উৎপাতের অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।