বাসের ধাক্কায় তরুণীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আহত হয়ে নাসরিন (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে সড়কে এঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার এএসআই আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত নাসরিন কদমতলীর তুষারধারা এলাকায় থাকতেন। সন্ধ্যার সময় রাস্তা পার হওয়ার সময় তিশা পরিবহনের একটি বাস তাকে ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নাসরিন ও মোটরসাইকেল চালক শিপন আহত হন।
উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। বাসের নম্বর শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন এএসআই।
ভোরের আলো/ভিঅ/২৭/২০২০