বরিশালে আবুল হাসানাত আবদুল্লাহ্ র জন্মদিনে দোয়া ও মোনাজাত

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মাননীয় আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি) এর ৭৭ তম জন্মদিনে মহান আল্লাহর নিকট তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত আয়োজন করেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।
শুক্রবার (১০ ডিসেম্বর) নগরীর কালিবাড়ি রোড ̄’ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে জেলা ও মহাগর আওয়ামী লীগের আয়োজনে নেতা-কর্মীদের অংশগ্রহণে এ দোয়া মোনাজাত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর,অতিরিক্ত ডিআইজি এহোছাবউল্লাহ,বিসিসি সিও মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান।আরও উপস্থিত ছিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্হ, উপাধ্যক্হ, কৃষক লীগ, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ , ৩০ টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক, বিসিসির সকাল কাউন্সিলরবৃন্দ এবং ছাত্র লীগের নেতাকর্মীরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন এবাদুল্লাহ্ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগ।
এছাড়া বরিশালের প্রতিটি উপজেলার বিভিন্ন মসজিদে বাদ জুম্মা তার দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।