বরিশালে ইসকনের বিক্ষোভ

বরিশালে ইসকনের বিক্ষোভ

 নোয়াখালীর ইসকন মন্দির সহ দেশব্যাপী বিভিন্ন্ মন্দির ও পূজামন্ডপে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ এবং হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে তারা হামলাকারীদের কঠোর বিচারের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মাকলিপি প্রদান করেন।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসকন বরিশাল জেলা কমিটির সভাপতি তাপসী দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিথ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মানিক মুখার্জী কুডু, মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার, জেলা বাসদ সভাপতি ইমরান হাবিব রুমান, ইস্কন মন্দির কমিটির প্রেসিডেন্ট বলদেব বলরাম দাস সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

বক্তারা ইসকন সহ সারাদেশে মন্দিরে হামলার প্রতিবাদ জানান। একই সাথে হামলাকারীদের দৃস্টান্তমূলক বিচার দাবী করেন তারা।

সমাবেশ শেষে একই দাবীতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবী সংবলিত একটি স্মারকলিপি দেন।