শেখ রাসেলের জন্মদিনে বরিশালে আওয়ামী লীগের দোয়া-মোনাজাত

শেখ রাসেলের জন্মদিনে বরিশালে আওয়ামী লীগের দোয়া-মোনাজাত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিস্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে বরিশালে বিশেষ দোয়া-মোনাজাত করেছে আওয়ামী লীগ।

সোমবার (১৮ অক্টোবার) বাদ আসর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কালী বাড়ি রোডের সেরনিয়াবাত বাড়িতে এই দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন নগরীর সর্বজন শ্রদ্ধেয় আলেম চকবাজার জামে এবাদুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ। অনুষ্ঠানে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সহসভাপতি আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সিটি করপোরেশনের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।