বরিশালে ইয়াবা ট্যাবলেটসহ আটক-৪

বরিশালে ইয়াবা ট্যাবলেটসহ আটক-৪
বরিশালে ১ হাজার ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২২ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরআগে পৃথক দুটি অভিযানে নগরের নবগ্রাম রোড ও কাউনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পূর্ব সোহাগদল এলাকার মৃত রিয়াজ উদ্দিন মিয়ার ছেলে মোঃ ফজলুল হক মিয়া (৬৮) ও বরিশাল নগরের কাউনিয়া থানাধীন নিউ ভাটিখান এলাকার মৃত সরুব আলী খাঁনের ছেলে মোঃ শাহাদাৎ আলী খাঁন রফিক (৪০) এবং কোতোয়ালি মডেল থানাধীন আমানতগঞ্জ এলাকার মোঃ ফেরদৌসুল ইসলামের ছেলে মোঃ রিসাদুল ইসলাম রিসাদ (২৭)। ডিবির এসআই মোঃ রেহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের ২৩ নম্বর ওয়ার্ডস্থ নবগ্রাম রোড শামসু মিয়ার গ্যারেজের পশ্চিম পাশের একটি বাসায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফজলুল হক মিয়াকে আটক করা হয়। অপরদিকে ডিবির এসআই মোঃ নজরুল ইসলাম জানান, নগরের ৭ নম্বর ওয়ার্ডস্থ মাতৃমন্দির স্কুল গলির মোক্তার বাড়ীর সামনের সড়কে অভিযান চালিয়ে মোঃ শাহাদাৎ আলী খাঁন রফিককে ৬০ পিস ও মোঃ রিসাদুল ইসলাম রিসাদকে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এদিকে ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের পরিদর্শক মোঃ জিয়াউর রহমান জানান, শনিবার (২২ জুন) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানাধীন চরকাউয়া জিরো পয়েন্ট এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দূর্গাপুর এলাকার মোঃ আলী আকবর হাওলাদারের ছেলে মোঃ শাওন(১৯) কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।